বর্ণ একটি ওপেনসোর্স কন্টেন্ট ম্যানেজম্যান্ট সিষ্টেম । যারা এখনও বর্ণ সিএমএস ডাউনলোড করেন নি তার এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন ।
আগের টিউনগুলোতে এবং ফেসবুকে মেসেজে অনেক বর্ণ সিএমএসের থিম ডেভলপমেন্ট সম্পর্কে জানতে চেয়েছে । তাই এই টিউনটি লেখা ।
থিম ডেভলপমেন্টের জন্য নুন্যতম কিকি জানা দরকার ?
বর্ণ সিএমএসের থিম কোন ডিরেক্টরীতে থাকে ?
বর্ণ সিএমএসের থিম include/theme ডিরেক্টরীতে থাকে ।
থিম কিভাবে সেটাপ দিব বা ম্যানেজ করব ?
এডমিন প্যানেলের other মেনু থেকে খুব সহজে থিম সেটাপ বা ম্যানেজ করতে পারেন ।
থিম তৈরী করার জন্য include/theme/ ডিরেক্টরীতে একটি নতুন ফোল্ডার খুলতে হবে ।
থিমের ফোল্ডারে অবশ্যই নিচের কয়েকটি ফাইল থাকতে হবে
এখন প্রয়োজনীয় ফাইলগুলো খোলার পর দেখা যাবে সবগুলো ব্লান্ক । এখন থিমের style.css পেজে নিচের কোডটি এড করুন
এখন ব্রাউজারে এডমিন প্যানেলের other মেনু হতে থিমে গেলে নতুন থিমটি দেখা যাবে । থিমটি এক্টিভ করুন ।
অবশ্যই -
বেসিক কিছু -
এখন ফাংশন রেফারেন্স দেখে থিম ডেভলপমেন্ট শুরু করুন । পরের টিউনে আরো বিস্তারিত নিয়ে আসব ।মন্তব্য জানাতে ভুলবেন না কিন্তু । ধণ্যবাদ ।
আগের টিউনগুলোতে এবং ফেসবুকে মেসেজে অনেক বর্ণ সিএমএসের থিম ডেভলপমেন্ট সম্পর্কে জানতে চেয়েছে । তাই এই টিউনটি লেখা ।
থিম ডেভলপমেন্টের জন্য নুন্যতম কিকি জানা দরকার ?
- বেসিক পি এইচ পি
- এইচটিএমএল
- সিএসএস
বর্ণ সিএমএসের থিম কোন ডিরেক্টরীতে থাকে ?
বর্ণ সিএমএসের থিম include/theme ডিরেক্টরীতে থাকে ।
থিম কিভাবে সেটাপ দিব বা ম্যানেজ করব ?
এডমিন প্যানেলের other মেনু থেকে খুব সহজে থিম সেটাপ বা ম্যানেজ করতে পারেন ।
থিম তৈরী করার জন্য include/theme/ ডিরেক্টরীতে একটি নতুন ফোল্ডার খুলতে হবে ।
থিমের ফোল্ডারে অবশ্যই নিচের কয়েকটি ফাইল থাকতে হবে
- index.php (মুল পাতা)
- 404.php (404 এররগুলো এই পেজে আসবে)
- style.css (সিএসএস)
- single.php (কন্টেন্ট পেজ)
- doc.php (ডকমেন্ট পেজ)
- category.php (ক্যাটাগরী শো করবে)
- profile.php (প্রফাইল শো করবে)
- search.php (সার্চ পেজ)
- functions.php (ইচ্ছেমত ফাংশন রাখতে পারেন। ফাংশন রেফারেন্সটি দেখতে পারেন )
এখন প্রয়োজনীয় ফাইলগুলো খোলার পর দেখা যাবে সবগুলো ব্লান্ক । এখন থিমের style.css পেজে নিচের কোডটি এড করুন
অবশ্যই -
- <head></head> ট্যাগের মধ্যে <?php header_view() ; ?> এবং
- ফুটারে <?php footer_view() ; ?> বসাতে হবে ।
বেসিক কিছু -
- index.php তে লাগে এমন কিছু কোডের সাম্পল : code
- header তে $title ভারিয়েবল সবসময় টাইটেল শো করে
- doc.php তে লাগতে পারে : code
- single.phpতে লাগতে পারে : code
এখন ফাংশন রেফারেন্স দেখে থিম ডেভলপমেন্ট শুরু করুন । পরের টিউনে আরো বিস্তারিত নিয়ে আসব ।মন্তব্য জানাতে ভুলবেন না কিন্তু । ধণ্যবাদ ।