Fiverr part 1

Unknown
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ফীভার নিয়ে আমার প্রথম টিউটোরিয়াল । ইন্টারনেটে আয় কথাটা আজ আমাদের তরুন প্রজন্মের মুখে মুখে ঘুরছে । আবার অনেকেরই ধারনা ইন্টারনেটে আয় সম্ভব না । আসলে ইন্টারনেটে আয় করা সম্ভব কিন্তু তার জন্য যতটুকু শ্রম দিতে হয় তা বাস্তব জীবনের থেকে কোনো অংশে কম নয় । অনলাইন আয় বিষয়ে আমার জ্ঞান খুবই কম । কিন্তু আমার যতটুকু জ্ঞান আছে তা যদি সবার মাঝে ছড়িয়ে দিতে পারি তবেই আমি খুশি ।
আজকে আমার খুবই পরিচিত এবং জনপ্রিয় একটা সাইটের সাথে পরিচয় করিয়ে দিতে চাই । সাইটটি হল www.fiverr.com । সাইটটির ইন্টারফেস নিচের মত…

এই সাইটটির বৈশিষ্ট হচ্ছে এখানে আপনি বিনামূল্যে আপনার পন্যের বিজ্ঞাপন দিতে পারবেন । এই বিজ্ঞাপন গুলোকে বলা হবে গিগ । প্রতিটি গিগের মূল্য 5$ । আপনার গিগটি যদি কারো পছন্দ হয় তাহলে তিনি 5$ দিয়ে আপনার গিগটি অর্ডার করতে পারবেন। এই সাইটের সব কাজই হয় 5$ দিয়ে। এই সাইটের প্রতিদিন প্রায় ৪০,০০০ এর মত ভিজিটর রয়েছে কাজেই ভালো গিগ দিলে অর্ডার পেতে আশা করি খুব একটা দেরি হবে না। আমি বলতে গেলে প্রতিদিন ই অর্ডার পাই। ধৈর্য ধরে কাজ করে গেলে আশা করি আপনিও পাবেন ।

ফীভারে যোগ দিন :

প্রথমে এখানে ক্লিক করে সাইটে প্রবেশ করুন । ইমেইল, ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচা পুরন করুন। এবার আপনার ইমেইল একাউন্টে একটি এক্টিভিশন লিংক পাঠানো হবে । লিংকে ক্লিক করে আপনার একাউন্টটি ভেরিফাই করে নিন ।

প্রোফাইল সাজানো :

এটি একটি গুরুত্বপূর্ণ কাজ কেননা হাজার হাজার সেলারের মাঝে বায়ার আপনাকে মূল্যায়ন করবে আপনার প্রোফাইল দেখে। ফীভারে লগইন করে Profile মেন্যু থেকে Settings এ ক্লিক করুন ।

নিচের ছবির মত পেজ পাবেন ।

Full Name এর জায়গায় আপনার নাম লিখুন। Email বক্সে ইমেইলটি লিখুন । Something about you এর বক্সে আপনার সম্পরকে কিছু কথা লিখুন। একটি ইউনিক প্রোফাইল পিকচার নির্বাচন করুন । সব শেষে Save এ ক্লিক করে সেভ করুন। বাস! আপনার ফীভারে প্রোফাইল সাজানো সম্পন।
আজ এই পর্যন্তই । আগামী টিউটোরিয়ালে আলোচনা করবো কিভাবে গিগ পোষ্ট করবেন এবং কিভাবে খুব কম সময়ে অর্ডার পাবেন । অনলাইন আয় বিষয়ক এটাই আমার প্রথম টিউটোরিয়াল তাই ভুল ভ্রান্তির জন্য ক্ষমাপ্রার্থী । সাথে থাকার জন্য ধন্যবাদ ।
To Top